
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে।
সোমবার সিলেটে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, আমাদের ছেলেদের চাকরির সুযোগ পাবে না, মবোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে”।
বিএনপি মহাসচিব বলেন, “এসব কারণে একটা নির্বাচিত সরকার দরকার। যে সরকারের পেছনে মানুষ আছে, যাদের পেছনে জনসমর্থন আছে”।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মনে রাখবেন নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী সরকার আর হতে পারে না”।
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়ায় বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
এখন থেকেই দলীয়ভাবে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান বিএনপি মহাসচিব।