
আজ (১১ সেপ্টেম্বর, ২০২৫ইং) জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যারোনেস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাহবুবুল আনাম ও এমডি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গ্রেফতারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ- জাতীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ’র সভাপতিত্বে ও সদস্য নারীনেত্রী এলিজা রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন যে, স্বৈরাচারী হাসিনা সরকারের সুবিধাভোগীরা আজ বিএনপিসহ বিভিন্ন দলে অনুপ্রবেশ করছে। অ্যারোনেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক মাহবুবুল আনাম ও আওয়ামী লীগের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের খালাতো ভাই অ্যারোনেস ইন্টারন্যাশনাল এমডি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ছিলেন ফ্যাসিবাদী হাসিনার অন্যতম দোসর। এই লুৎফুল্লাহেল মাজেদ বাবু সম্প্রতি কালোটাকার জোরে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন। কিন্তু তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন এবং বিগত ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বিধায় বর্তমানেও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসিত করে যাচ্ছেন, ফলে ঈশ্বরগঞ্জের বিএনপির নেতাকর্মীরাও তার উপর বিরক্ত। আওয়ামী লীগের ক্ষমতার ১৬ বছরে বাংলাদেশের সকল বিমানবন্দরে শেখ হাসিনা, শেখ রেহানা ও তারিক সিদ্দিকীর সাথে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন এবং এপর্যন্ত চারটি দুর্নীতি মামলার আসামি মাহবুবুল আনাম ও লুৎফুল্লাহেল মাজেদ বাবু। কিন্তু তারা আজও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাই অবিলম্বে তাদেরসহ সকল দুর্নীতিবাজকে গ্রেফতার করতে হবে। অন্যথায় দুর্নীতি প্রতিরোধ-জাতীয় কমিটি কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হবে।